ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার ‘ঢাক বাজলো ঢাকায়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ২২ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০৮, ২২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে এবার ছোট কাকু সিরিজের ‘ঢাক বাজলো ঢাকায়’ নির্মাণ করছেন আফজাল হোসেন।


আফজাল হোসেন জানান, আজ (শনিবার) থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে আট পর্বের এই ধারাবাহিকটির শুটিং শুরু হবে। টানা দু’দিন আপাতত শুটিং হবে। আবার সপ্তাহ দু’য়েক পরে শুটিং পুনরায় শুরু করে এর নির্মাণ কাজ শেষ করবেন।


আফজাল হোসেন বলেন, ‘আপাতত যারা মূল শিল্পী আছেন সিরিজের তারাই এই দু’দিন অভিনয় করবেন। পরবর্তী সিডিউলে অন্যান্য শিল্পীরা শুটিং-এ অংশ নেবেন। আমার অন্য কাজের ব্যস্ততা সব সময়ই রয়েছে। ব্যস্ততার মধ্য থেকেই ছোট কাকু সিরিজের কাজ যথেষ্ট আন্তরিকতা নিয়েই ঠিকঠাক ভাবে শেষ করতে হয়।’


তিনি নিজেও এতে অভিনয় করবেন বলে জানান আফজাল হোসেন। তার সঙ্গে এতে আরও অভিনয় করবেন তানভীর হোসেন প্রবাল, নাজিয়া হক অর্ষা, আহনাফ’সহ আরো অনেকে।


আগামী কোরবানীর ঈদে টানা আটদিন চ্যানেল আইতে প্রচার হবে আফজাল হোসেন নির্মিত ‘ঢাক বাজলো ঢাকায়’।


গেলো ঈদে আফজাল হোসেন ছোট কাকু সিরিজের ‘খেলা হলো খুলনায়’ নির্মাণ করেন। এতে অন্য অভিনয় শিল্পীদের সঙ্গে অভিনয় করেন নবাগত শায়ান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি