ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার তামিলনাড়ুর কাছে হারল টাইগাররা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ৭ নভেম্বর ২০২২

তামিলনাড়ুর কাছে হেরে মাঠ ছাড়ছে বিসিবি একাদশ

তামিলনাড়ুর কাছে হেরে মাঠ ছাড়ছে বিসিবি একাদশ

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের জ্বালা এখনও জুড়ায়নি বাংলাদেশের। তারপরেই তো পাকিস্তানের কাছে হেরে আসর থেকেই বিদায়। আর এবার তামিলনাড়ুর কাছে হারল জাতীয় দলের অনেক খেলোয়াড়কে নিয়ে গড়া বিসিবি একাদশ। 

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম এক দিনের ম্যাচে বাবা ইন্দ্রজিৎ, টি নটরাজনদের দাপটে ১১ রানে হারল মোহাম্মদ মিঠুনের দল।

প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান করে তামিলনাড়ু। দলটির পক্ষে অধিনায়ক ইন্দ্রজিৎ করেন ৫১ রান। এছাড়া জে কৌশিক ৪৬ ও শাহরুখ খান করেন ৩৯ রান।

ওই রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। তামিলনাড়ুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রানের গতি কম ছিল তাদের। যা বাড়াতে গিয়েই উইকেট হারায় বিসিবি একাদশ। 

নিজের প্রথম তিন ওভারে দুই উইকেট তুলে নেন তামিলনাড়ুর পেসার আর সাই কিশোর। প্রথমে বিসিবি একাদশের অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে আউট করেন তিনি। স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মিঠুন। তার পরে সাজঘরে ফেরেন তৌহিদ হৃদয়। 

তামিলনাড়ুর বোলারদের তোপের মুখে ১৩ ওভারে মাত্র ৪০ রান তুলতেই ৫ উইকেট পড়ে যায় বাংলাদেশের।

এ অবস্থায় সফরকারী দলকে ম্যাচে ফেরান ওপেনার সাইফ হাসান ও জাকের আলি অনিক। ষষ্ঠ উইকেটে ৮১ রান যোগ করেন দুজনে। কিন্তু ৭২ রান করে সাইফ আউট হয়ে গেলে বড় ধাক্কা খায় বিসিবি একাদশ। 

লম্বা ইনিংস খেলে অনিক দলকে জেতানোর চেষ্টা করলেও লাভ হয়নি। কারণ অন্য ব্যাটারদের সাহায্য পাননি তিনি। ৮৬ রান করে অনিক আউট হলে সব আশা শেষ হয়ে যায় বিসিবি একাদশের। তিন বল বাকি থাকতে ২৩১ রান অলআউট হয়ে যায় তারা। 

দীর্ঘ দিন ধরে ভারতের জাতীয় দলের বাইরে থাকা নটরাজন খুব ভালো বল করেন এদিন। ৪৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

অন্যদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। শেষ চারে যাওয়ার সুযোগ ছিল সাকিব আল হাসানদের। গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যেতে পারতেন সাকিব-লিটনরা। কিন্তু পাকিস্তানের কাছে হারার ফলে শেষ হয়ে গেছে তাদের সেই স্বপ্ন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি