ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

এবার দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ২৭ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পর দুই সপ্তাহর মধ্যে এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু সংসদে আইনপ্রণেতাদের ভোটে অভিশংসিত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের ভোটাভুটিতে মোট ১৯২ জন আইনপ্রণেতা ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। যদিও অভিশংসনের পদক্ষেপ সফল করার জন্য ১৫১টির বেশি ভোটের প্রয়োজন ছিল।
 
রয়টার্স বলছে, দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, হানের অভিশংসনের পর দেশটির অর্থমন্ত্রী চোই সাং-মোক পরবর্তী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।
 
চলতি মাসের ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার ব্যর্থ প্রচেষ্টার পর দক্ষিণ কোরিয়ার সংসদে প্রেসিডেন্ট ইউনকে অভিশংসিত করার পর প্রধানমন্ত্রী হান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
 
৩ ডিসেম্বর দেশে আকস্মিক সামরিক আইন জারি করেন ইউন। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ‘রাষ্ট্রবিরোধী শক্তিকে’ সমূলে উৎপাটনের কথা বলেন তিনি। এ ঘোষণায় পুরো দক্ষিণ কোরিয়া স্তম্ভিত হয়ে যায়। শুরু হয় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ। বিক্ষোভের মুখে পিছু হটেন ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির এ নেতা।
 
বিবিসি জানায়, গত ১৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ইউন সুক ইওলকে অভিসংশনের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো অনাস্থা ভোটের আয়োজন করা হয়।
 
পার্লামেন্টের ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২০৪ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন যেখানে অভিশংসনের জন্য ভোট প্রয়োজন ছিল ২০০টি। অপরদিকে ৮৫ জন বিপক্ষে, তিনজন ভোটদানে বিরত এবং চারটি ভোট বাতিল হয়।
 
এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়। তবে ইউনের ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
 
জাতীয় পরিষদের স্পিকার উ ওন-শিক ওইদিন জানান, মোট ১৯৫ ভোট পড়েছে। ভোট দেয়া সদস্যের সংখ্যা মোট সদস্যের প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ হয়নি।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি