ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার দ্বৈত চরিত্রে শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

‘শিকারি’র পর আবারও জুটি বাঁধছেন শাকিব খান ও শ্রাবন্তী চ্যাটার্জি। জয়দীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান এলো রে’ সিনেমাতে দেখা যাবে তাদের। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাকিব। টালিউডে এই প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে নায়ককে।

সিনেমাটিতে শাকিবের আরেক নায়িকা পায়েল সরকার। যাকে এই প্রথমবার দেখা যাবে বাংলাদেশের সুপারস্টারের বিপরীতে।

জয়দীপের পরিচালনায় ‘ভাইজান এলো রে’ শাকিবের চতুর্থ সিনোম। এর আগে ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’-এ একসঙ্গে কাজ করেছেন তারা।

এ বিষয়ে পরিচালক বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি এখানেও (পশ্চিমবঙ্গ) শাকিব বেশ জনপ্রিয়।’

২৮ বছর আগের এক ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যাবে সিনেমার গল্প। সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়। এছাড়া রয়েছেন রজতাভ দত্ত, সাগ্নিক, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত প্রমুখ। থাকছেন বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠুও। সিনেমার শুটিং শুরু হচ্ছে ৩ মার্চ।

সিনেমাটি কলকাতার পাশাপাশি লন্ডনেও শুটিং করা হবে। লন্ডনের শিডিউল রাখা হয়েছে ১৮ দিনের। এই সিনেমার বাজেট প্রায় সাড়ে চার কোটি রুপি। মিউজিক করছেন স্যাভি ও দোলন-মৈনাক। সম্পাদনার দায়িত্বে রয়েছেন রবিরঞ্জন মৈত্র। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি