ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

এবার পদত্যাগ করলেন ট্রাম্পের আইনজীবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ২৩ মার্চ ২০১৮

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একের পর এক পদত্যাগের মাঝেই এবার তাঁর ব্যক্তিগত আইনজীবীও পদত্যাগ করলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘মতামত এবং পরামর্শ’ আমলে নিচ্ছেন না;এই অভিযোগে পদত্যাগ করলেন ট্রাম্পের আইনজীবী প্যানেলের প্রধান জন ডউড।

জন ডউড ২০১৬ এর নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ট্রাম্পের প্রধান আইনী কৌসুলী ছিলেন। দেশটির প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে এক ই-মেইল বার্তায় নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জন। তিনি লেখেন, “আমি তাকে (ট্রাম্প) পছন্দ করি এবং তাঁর জন্য আমার শুভ কামনা রইল।”

তবে অজানা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি বলছে যে, নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপ বিষয়ে সিনেটের তদন্তকারী কর্মকর্তা বিশেষ প্রকৌশলী রবার্ট মুলারের সাথে টক্কর দিতে পারছিলেন না জন। আর এ কারণেই তাকে পদত্যাগপত্র জমা দিতে বলে ট্রাম্প।

গত সপ্তাহে সিনেটে ‘প্রেসিডেন্টের পক্ষে’ তদন্ত কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছিলেন জন ডউড। তবে পরে তিনি বলেন যে, তাঁর এ দাবি ছিল একান্তই তাঁর ‘ব্যক্তিগত’।

গত বছর ট্রাম্পের আইনজীবী দলের প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন জন। তিনি এবং তাঁর দল প্রেইডেন্টক ট্রাম্পকে রবার্ট মুলারের সাথে সহযোগিতা করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ট্রাম্প এমন পরামর্শে কর্ণপাত না করে উলটো প্রকাশ্যে রবার্টের সমালোচনা করা শুরু করেন।

এমনকি জনের পরামর্শ উপেক্ষা করে জেরার জন্য সিনেটের তদন্তকারী দলের মুখোমুখি হতেও চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নী জেনারেল জো ডি জেনোভাকে নিজ আইনজীবী দলে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

এক মাসেরও কম সময়ে নেই তিন কর্মকর্তা

জনের এমন পদত্যাগে ট্রাম্প প্রশাসন এবং ব্যক্তিগত কর্মকর্তা থেকে পদত্যাগ হওয়া অথবা পদচ্যুত হওয়া তালিকা আরও দীর্ঘ হল। চলতি মার্চ মাসেই ট্রাম্প বলয় থেকে বের হওয়া আসা তৃতীয় কর্মকর্তা জন ডউড।

সপ্তাহ খানেক আগে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে সরিয়ে দিয়েছিলেন ট্রাম্প। আর  ট্রাম্পের নির্বাচনে জনসংযোগ কর্মকর্তা থেকে পরবর্তীতে হোয়াইট হাউসের প্রধান জনসংযোগ কর্মকর্তা হওয়া হোপস হিকস পদত্যাগ করেছিলেন মার্চ মাসের ১ তারিখ।

সূত্রঃ বিবিসি

 

//এস এইচ এস//   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি