ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পল্লবীতে রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণ

এবার পরপারে চলে গেলেন হাসানও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ৩১ মার্চ ২০১৮

 রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি বাসায় পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণের দগ্ধদের মধ্যে এবার মাহবুব হাসানও (৩২) মারা গেছেন। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। এ নিয়ে বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়ালো তিন জনে।  

শনিবার ভোর ৩টার দিকে হাসানের মৃত্যু হয়েছে। হাসানের আগে গত বৃহস্পতিবার মারা যান হাসিন। তার আগের দিন মারা যায় তিন বছরের শিশু রুহি আক্তার।

ওই ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে এখনও দু’জন বেঁচে আছেন। তারা হলেন- ইয়াকুব আলী (৭০) ও ইয়াসমিন (২৭)।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের ওই বাড়ির গ্যারেজে রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই ভবন মালিক ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), তাদের ভাড়াটিয়া ইয়াসমিন আক্তার (৩৫) এবং ইয়াসমিনের মেয়ে রুহি (৩) এবং হাসান (৩২) কে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন বাকি দুইজনের মধ্যে ইয়াকুব আলীর শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

একে//এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি