এবার বন্ধ হয়ে গেলো মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংক
প্রকাশিত : ০৯:০৪, ২ মে ২০২৩
এবার বন্ধ হয়ে গেলো মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংক। গত মার্চে তিন দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক দুটি ব্যাংক বন্ধ হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, ফার্স্ট রিপাবলিক ব্যাংকটি জব্দ করা হয়েছে। সেইসাথে, জে পি মরগ্যান ব্যাংকটি কিনে নেবে, সে বিষয়ে ঐকমত্য হয়েছে।
তবে ফার্স্ট রিপাবলিকের করপোরেট ঋণ ও কিছু স্টক অধিগ্রহণ করবে না তারা। ২০০৮ সালের পর ফের ভয়াবহ ব্যাংকিং বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।
পরপর বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাহকরা। যদিও এমন সংকটের মধ্যেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এসবি/
আরও পড়ুন