ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার বাড়ছে ওয়াসার পানির দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ৭ জুলাই ২০২২ | আপডেট: ২১:৫৫, ৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

গ্যাস-বিদ্যুতের পর এবার বাড়ছে ঢাকা ওয়াসার পানির দাম। আগামী সেপ্টেম্বর থেকে নাগরিকদের পানি ব্যবহারের খরচ বাড়ছে আরও ৫ শতাংশ। বৃহস্পতিবার ঢাকা ওয়াসার ২৯৩তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য দীপ আজাদ বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

সর্বশেষ গত বছরের ২৫ মে পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। সে অনুযায়ী বর্তমানে আবাসিক সংযোগে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম পড়ছে ১৫ টাকা ১৮ পয়সা। যা বাণিজ্যিক সংযোগে ৪২ টাকা।

নতুন করে ৫ শতাংশ বাড়লে প্রতি এক হাজার লিটার পানির দাম ৭৬ পয়সা বেড়ে হবে ১৫ টাকা ৯৪ পয়সা। আর বাণিজ্যিক সংযোগে দাম হবে ৪৪ টাকা ২০ পয়সা।

ওয়াসা বোর্ডের সদস্য দীপ আজাদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘এ বছর পানির দাম আর বাড়েনি। আইন অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ড প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে। সেটাই করা হয়েছে।’

এর আগে গত ফেব্রুয়ারিতে বিশেষ বোর্ড সভায় পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করেছিল ওয়াসা। বোর্ডের বেশিরভাগ সদস্য তাতে আপত্তি জানালে পরে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। সে প্রস্তাবও তখন বোর্ডের অনুমোদন পায়নি। তবে এবার তা অনুমোদন পেল পাঁচ শতাংশ বাড়ানোর শর্তে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি