ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার ভালোবাসা দিবস লং স্টিক রোজে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ১২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৩৪, ২৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ফুলকে কে না ভালোবাসে। বিশেষ করে বিশেষ বিশেষ দিনগুলোয় প্রিয়জনের কাছ থেকে ফুল পেতে কার না মন চায়। আর এজন্য বিশ্ব ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারি বা এরকম বিশেষ দিনগুলোতে ফুলের চাহিদা বেড়ে যায়। সামনে বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে ফুল নিয়ে ব্যস্ত এখাতের সংশ্লিষ্টরা। তাই যশোরের গদখালী ইউনিয়নের ফুলচাষিদের বিশ্রামেরও ফুরসত নেই এখন! `ফুলের রাজধানী` হিসেবে খ্যাত এ এলাকা থেকেই জোগান আসে দেশের মোট চাহিদার ৭০ ভাগ ফুল বলে জানা গেছে। চলতি মৌসুমে তারা বাজারে এনেছেন `লং স্টিক রোজ` নামে গোলাপের একটি নতুন জাত। কেবল ভোক্তার মন নয়; নতুন এ গোলাপ চাষিদেরও ভাগ্য রাঙাবে বলে আশা করছেন সংশ্নিষ্টরা।

ইনামুল হোসেন নামে গদখালীর একজন চাষি বাংলাদেশে প্রথমবারের মতো বিশেষ জাতের এ গোলাপের চাষ শুরু করেন। তার দেখাদেখি আরও অনেকেই চলতি মৌসুমে এ ফুল উৎপাদনে আগ্রহী হচ্ছেন। ইনামুল হোসেন জানান, ভারতের পুনে থেকে চারা এনে ৪০ শতক জমিতে লং স্টিক রোজের চাষ করেছেন। উৎপাদন ব্যয় হয়েছে সব মিলিয়ে সাড়ে ১০ লাখ টাকা। এক বছরেই পুরো বিনিয়োগ উঠে আসবে বলে জানান ইনামুল। এরই মধ্যে কয়েক দফা ফুল বাজারজাত করার কথা জানিয়ে তিনি বলেন, ঠিকমতো পরিচর্যা পেলে এ ক্ষেত থেকে একটানা ১০ বছর ফুল মিলবে।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম বলেন, অন্য জাতের গোলাপ ফুল গাছ থেকে তোলার পর যেখানে চার থেকে পাঁচ দিনের বেশি রাখা যায় না, সেখানে লং স্টিক গোলাপ রাখা যায় দুই সপ্তাহ পর্যন্ত। এর স্টিক বেশ শক্ত। এসব কারণে অন্য জাতের গোলাপ যেখানে তিন থেকে চার টাকায় বিক্রি হয়, সেখানে লং স্টিক রোজ বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়।

সম্প্রতি গদখালীতে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে এখন দোল খাচ্ছে রঙ-বেরঙের হরেক রকম ফুল। বাতাসে ফুটন্ত ফুলের সুবাস ছড়িয়ে যাচ্ছে চারদিকে। ফলন ও দাম ভালো হওয়ায় ফুলের হাসি লেগেছে চাষিদের চোখেমুখে। `লং স্টিক রোজ`-এর পাশাপাশি এ বছর ভালোবাসা দিবসে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস ও ইউরোপের অপূর্ব ফুল জারবেরা বিশেষ জায়গা করে নিয়েছে। তবে বেশি মূল্য পাওয়ায় লং স্টিক রোজ নিয়ে চাষিদেরও আগ্রহ বেড়েছে।

স্থানীয় হাড়িয়া নিমতলা গ্রামের আসলাম হোসেন জানান, তিনি এক বিঘা জমিতে গোলাপ ও দুই বিঘাতে গ্লাডিওলাস ফুলের আবাদ করেছেন। বর্তমানে গোলাপ তিন টাকা ও গ্লাডিওলাস দুই থেকে চার টাকা পিস বিক্রি হচ্ছে। এক বিঘা জমিতে গোলাপ রোপণে ৮০ হাজার টাকা খরচ হয়। আর একবার রোপণে সাত থেকে আট বছর গোলাপ ফুল পাওয়া যায়। এখান থেকে বছরে অন্তত দুই লাখ টাকা লাভ হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি