ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫

এবার ময়লার গাড়ির ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ২ এপ্রিল ২০২২ | আপডেট: ০৯:৫৪, ২ এপ্রিল ২০২২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক মো. শিপনও আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়ায়।

শুক্রবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টায় তিলপাপাড়ার ১৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ বিষয়ে খিলগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোছা. সোনিয়া পারভীন বলেন, “খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর সড়কে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ডিএসসিসির একটি ময়লার গাড়ি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী নাসরিন খানম। তাকে উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার স্বামীও আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, “নিহতের পরিবার কোনো অভিযোগ করতে চায়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহ নিয়ে গেছেন।”

এদিকে, দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়িচালক বকুল মিয়াকে আটক করেছে পুলিশ। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় চালককে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে গতবছর ২৪ নভেম্বর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় নগরজুড়ে বিক্ষোভের মধ্যেই পরদিন রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টোদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান দৈনিক সংবাদের কর্মী আহসান কবির খান।

তার এক সপ্তাহ পেরোতেই ২ ডিসেম্বর বাসে উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় আরজু বেগম নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা আহত হন। এই দুর্ঘটনার তিন সপ্তাহ পর দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক বৃদ্ধ।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি