ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

এবার রিজার্ভ চুরির তদন্তে ফিলিপাইনের পাশাপাশি যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯:১৬, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:১৬, ৯ এপ্রিল ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ফিলিপাইনের পাশাপাশি এবার তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন ফিলিফাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের দায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে তদন্তের জন্য বাংলাদেশ চাইলে চীনের সহায়তা নিতে পারে বলে মত দিয়েছেন ফিলিপাইনের এক সাংসদ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় শুরু থেকেই ফিলিপাইনের তদন্তের অগ্রগতি চোখে পড়ার মতো। দেশটির সিনেট কমিটির শুনানিতে একে একে বেরিয়ে আসতে থাকে রাঘববোয়ালদের নাম। প্রথমে রিজাল কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা মায়া দেগুইতোকে নিয়ে তদন্ত শুরু হয়। এরপর বেরিয়ে আসে এঞ্জেলা টোরেস, ব্যবসায়ী কিম অং-সহ বেশ কয়েকজ কর্মকর্তার নাম। তদন্তের মুখোমুখি হতে হচ্ছে অর্থ রুপান্তরকারী প্রতিষ্ঠান ফিলরেম-সহ সংশ্লিষ্ট ক্যাসিনোগুলোকে। সমালোচনার বাইরে নয় নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক। এই প্রতিষ্ঠানটির সংরক্ষণেই ছিলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। তাই এবার তদন্ত চালাচ্ছে খোদ যুক্তরাষ্ট্র। এমনটা জানালেন ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গ। তার মতে, অর্থ চুরির ঘটনায় দায় এড়াতে পারে না নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক। ফিলিপাইনের সংবাদমাধ্যম ফিলস্টারকে তিনি জানান, যুক্তরাষ্ট্রে তদন্তকারীরা ফিলিপাইনের প্রতিনিধিদের সাথে কাজ করে যাচ্ছেন। তবে তদন্তের স্বার্থে এর অগ্রগতি নিয়ে তেমন কিছু প্রকাশ করতে রাজি হননি তিনি। এদিকে বাংলাদেশ চাইলে তদন্তে চীনের সহায়তা নিতে পারে বলে জানান ফিলিপাইনের পার্লামেন্টের সদস্য আরনেল টাই। তার মতে, সিনেট কমিটির শুনানিতে দুই চীনা জাঙ্কেট অপারেটর ও দুই হ্যাকারের নাম এসেছে। তাই বাংলাদেশের চীনের সহায়তা নেয়া উচিত বলে মনে করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি