ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার সিনেমায় গাইছেন শাবনূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৩৭, ৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন দেশের চলচ্চিত্র অঙ্গনে। এবার আসছেন নতুন পরিচয়ে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিতএতো প্রেম এতো মায়াচলচ্চিত্রের টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন শাবনূর।

ঘরোয়া আসরে মাঝে-মধ্যে গাইলেও শ্রোতাদের জন্য এবারই প্রথম কোনো গান নিয়ে আসছেন তিনি। আর সেই ঘরোয়া আয়োজন থেকে তাকে বড়পর্দায় হাজির করাচ্ছেন ছবির পরিচালক।

ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক গণমাধ্যমকে বলেন, মূলত দর্শকদের বিনোদন দিতেই এই পরিকল্পনা। শাবনূরকে আমি অনুরোধ করেছি। তিনিও রাজি হয়েছেন। আশা করছি গানটি উপভোগ করবেন সবাই। এতো প্রেম এতো মায়া সিনেমায় শাবনূরের বিপরীতে থাকছেন ফেরদৌস। আরও থাকছেন সাইমন-পিয়া বিপাশা।

পরিচালক মানিক জানালেন, শাবনূর শিগগিরই শুটিংয়ে ফিরবেন এই ছবি দিয়ে। এর প্রস্তুতি হিসেবে সম্প্রতি তিনি ওজনও কমিয়েছেন। তাকে একজন কলেজ শিক্ষিকার চরিত্রে দেখা যাবে।

 

//আর//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি