ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এবার ৫০ কোটি মন্তব্য সরিয়ে নেবে ইউটিউব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:০০, ৭ সেপ্টেম্বর ২০১৯

ইউটিউবের পলিসির সঙ্গে মিল না হওয়ায় হওয়ায় সম্প্রতি প্রায় ১ লাখ ভিডিও মুছে ফেলেছে সোশ্যাল মাধ্যমের অন্যতম সেরা এ প্রতিষ্ঠানটি। এবার বিভিন্ন বিষয়ে ব্যবহারকারীদের করা প্রায় ৫০ কোটি মতামতও মুছে ফেলেছে ইউটিউব কর্তৃপক্ষ।

ঘৃণাবাচক এবং স্প্যার্ম ভিডিও প্রচার এবং শিশুবান্ধব না হওয়ায় এসব ভিডিও ও মতামত মুছে ফেলা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। ভিডিও ও মতামতগুলো প্রকাশের অভিযোগে প্রায় ১৭ হাজার অ্যাকাউন্টও মুছে ফেলেছে ভিডিও বিনিময়ের এ জনপ্রিয় সাইটটি।

প্রতিষ্ঠানটির তথ্য মতে, মুছে ফেলা ভিডিওগুলোর ৮০ শতাংশই অন্য ব্যবহারকারীরা দেখার আগেই মুছে ফেলা হয়েছে।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি