ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

এবার ৬ দাবি নিয়ে রাজপথে সাবেক পুলিশ কর্মকর্তারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ১১ ডিসেম্বর ২০২৪

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্র ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। আর সেখানে থেকে দেশের বিরুদ্ধ ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ সব মহলের। তাই আইনের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি সাবেক পুলিশ কর্মকর্তাদের।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে এক সমাবেশে এসব কথা বলেন সাবেক পুলিশ কর্মকর্তারা।

ওই সমাবেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা বলেন, ‌‌অপরাধীকে আশ্রয় দেওয়াও একটা বিরাট অপরাধ। পার্শ্ববর্তী একটি রাষ্ট্র (ভারত) শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। বিদেশের মাটিতে বসে তিনি দেশের বিরুদ্ধ ষড়যন্ত্র করছেন। তাই আইনের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। 

সমাবেশে সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেন, ‘১৯৭১ সালে সর্বপ্রথম পুলিশ সদস্যরাই প্রতিরোধ গড়ে তুলেছিল। আমরা সেই পুলিশের উত্তরসূরি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সাবেক পুলিশ সদস্যরা জীবন দিতে প্রস্তুত আছেন।’ 

এ সময় ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বন্ধসহ ৬টি দাবি জানিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। তারা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত উম্মাদ হয়ে গেছে। নানা অপপ্রচার চালিয়ে তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সাবেক পুলিশ সদস্যরা দেশ রক্ষায় প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্বের জন্য তারা জীবন দিতেও পিছপা হবে না। 

ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের কঠোর সমালোচনা করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডিআইজি (অব.) এম আকবর আলী বলেন, ‘বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে। কিন্তু ভারত তখন এতো অস্থিরতা দেখায়নি। এখন ভারত কেন উম্মতের মতো আচরণ করছে। আমরা ভারতের দালালি করার জন্য মুক্তিযুদ্ধ করিনি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ দেশ স্বাধীন করেছি।’

সাবেক কর্মকর্তাদের দাবিগুলো হলো- অবিলম্বে বাংলাদেশবিরোধী তৎপরতা ও অপপ্রচার বন্ধ করতে হবে; ভারতে বাংলাদেশ হাইকমিশন, উপ হাইকমিশনসহ সব বাংলাদেশি স্থাপনার সুষ্ঠ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে; শেখ হাসিনার সব অপতৎপরতা বন্ধ এবং চাহিবামাত্র তাঁকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে; সীমান্তে হত্যা বন্ধ করতে হবে; শেখ হাসিনা- নরেন্দ্র মোদির গোপন চুক্তি থাকলে তা প্রকাশ করা ও ট্রানজিট, বিদ্যুৎসহ সব বৈষম্যমূলক চুক্তি পুনর্মূল্যায়ন এবং বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করে দেশেই বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি সাবেক ও ডিআইজি এম আকবর আলি খান, সংগঠনের মহাসচিব ও সাবেক এসপি মিয়া লুৎফর রহমান, সংগঠনের সদস্য সাবেক এসপি আব্দুর রহমানসহ প্রমুখ। সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদলিপি দেন তারা।

এর আগে রাজারবাগ থেকে শান্তিনগর ও কাকরাইল হয়ে জাতীয় প্রেস ক্লাবে সামনে প্রতিবাদ মিছিল নিয়ে আসেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। মিছিল থেকে ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ‘ড. ইউনুস এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাদের হাতে ‘ভারতীয় আগ্রাসন রুখবে বাংলার জনগণ’; ‘রুখো ভারত, বাঁচাও দেশ বৈষম্যহীন বাংলাদেশ’; ‘ধর্মে ভিন্ন জাতীয়তায় অভিন্ন’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। 


এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি