ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এভারেস্ট জয় করলেন দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ঝাং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ৩১ মে ২০২১ | আপডেট: ১২:২৮, ৩১ মে ২০২১

Ekushey Television Ltd.

মনোবল দৃঢ় থাকলে কোনো প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। এমনটা প্রমাণ করলেন দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ঝাং হং। ৪৬ বছর বয়সী ঝাং চীনের পর্বতারোহী। দৃষ্টি শক্তির প্রতিবন্ধকতা নিয়েই মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি।

এর মাধ্যমে এশিয়ার প্রথম এবং বিশ্বের তৃতীয় দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রাখার কৃতিত্ব অর্জন করলেন এই মানুষটি। খবর রয়টার্স।

এভারেস্ট জয়ের প্রতিক্রিয়ায় ঝাং বলেন, ‘লক্ষ্যে স্থির থাকতে পারলে সবাইকে চমকে দিয়ে পৌঁছে যাওয়া যায়।’

তবে দৃঢ় মনোবল থাকলেও এভারেস্টের চূড়ায় উঠার সময় তিনি নিজে কিছুটা ভয়ে থাকতেন বলেও ‍জানিয়েছেন ঝাং।

তিনি জানান, খুব আতঙ্কে থাকতেন। কারণ যেখান দিয়ে হাঁটছেন, তার ব্যাপারে কোনো ধারণাই ছিল না তার। সেন্টার অব গ্রাভিটি খুঁজে না পেয়ে অনেকবারই তিনি পড়ে গেছেন।

রয়টার্স জানিয়েছে, ঝাং তিন গাইডকে সঙ্গে নিয়ে নেপালের দিক থেকে এভারেস্টের আট হাজার ৮৪৯ মিটার উঁচু চূড়ায় পৌঁছান ২৩ মে এবং বৃহস্পতিবার (২৭ মে) বেজক্যাম্পে ফিরে আসেন।

উল্লেখ্য, ঝাং এর জন্ম চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চঙকিং নগরীতে। ২১ বছর বয়সে গ্লুকোমায় আক্রান্ত হয়ে তিনি দৃষ্টিশক্তি হারান। ২০০১ সালে এভারেস্ট বিজয়ী মার্কিন দৃষ্টি প্রতিবন্ধী পর্তারোহী এরিক উইহেনমায়ার ঝাংয়ের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি