ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এমপি আব্দুল মান্নান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ১৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

সংসদ সদস্য আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী (পিএ) মতিউর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সকাল ৮টা ১৫ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।’ 

এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু অবস্থার পরিবর্তন না হওয়ায় না ফেরার দেশে চলে যান বর্ষীয়ান এ রাজনীতিবিদ।  

আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক। তিনি আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০০৮-২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। তার পৈতৃক বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি