ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এমবাপের জোড়া গোলে পিএসজির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:০৮, ১৯ আগস্ট ২০১৮

লিগ ওয়ানের নতুন মৌসুমে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন কিলিয়ান এমবাপে। জোড়া গোল করলেন রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়। গোল করেছেন ব্রাজিল সুপারস্টার নেইমারও। আর তাতেই প্যারিস সেন্ট জার্মেই (পিএসপি)-এর কাছে উড়ে গেছে গুইনগ্যাম্প।

শনিবার রাতে গুইনবাম্পকে ৩-১ ব্যবধানে হারিয়েছে থমাস টাকেলের শিষ্যরা। এ নিয়ে টানা ম্যাচ জিতে ৬ পয়েন্ট ফরাসি চ্যাম্পিয়নদের।

ম্যাচের শুরতে পিএসজির জালে বল জড়িয়ে এগিয়ে যায় গুইনগ্যাম্প। ২০ মিনিটে রোউক্সের গোলে লিড পায় তারা। ম্যাচের ২৫তম মিনিটে আরও এক গোল পেয়ে গিয়েছিল গুইনগাম্প। তবে বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ফাউল করায় নিকোলাস বেনেজেতের হেড থেকে পাওয়া গোলটি ভিএআরের মাধ্যমে বাতিল করে দেন রেফারি। পরে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ জোড়ালো করতে তরুণ এমবাপে মাঠে নামান কোচ টুখেল। ম্যাচের ৫৩তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ব্রাজিল সুপারস্টার নেইমার। পরে ম্যাচের ৮২তম ও ৯০তম মিনিটে জোড়া গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন এমবাপে।

সূত্র: গোলডটকম

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি