ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

এমবাপ্পের জোড়া গোলে শিরোপার আরও কাছে পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২২ এপ্রিল ২০২৩

লিগ ওয়ানে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অঁজিকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেলো পিএসজি।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আক্রমণের ঝড় তোলে পিএসজি। গোল পেতেও দেরি হয়নি। 

ম্যাচের ৯ মিনিটে জুয়ান বেরনাটের বাড়ানো বলে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ২৬ মিনিটে লিওনেল মেসির পাস থেকে বল পেয়ে জোড়া গোল পূর্ণ করেন এমবাপ্পে। 

লিগ ওয়ানে টানা পঞ্চমবারের মতো সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন ফরাসি তারকা এমবাপ্পে। আসরে তার গোল হলো ২২টি।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিররিতে যায় পিএসজি। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা কমে আসে ফরাসি জায়ান্টদের। শেষদিকে অবশ্য একটি গোল শোধ করে ব্যবধান কমায় অঁজি। 

এই জয়ে ৩২ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের থেকে ১১ পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি