ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এমবাপ্পের পেনাল্টি মিস মেসির গোল, পিএসজির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ফ্রেঞ্চ লিগে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে পিএসজি। নেইমার বিহীন ম্যাচে পেনাল্টি মিসের পর চোট পেয়ে এমবাপ্পে মাঠ ছাড়লে পুরো চাপটা আসে মেসির উপর। চাপ সামলে আক্রমণে নেতৃত্ব দিলেন, গোলও পেলেন। সেই সঙ্গে দলকে জিতিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন সুপারস্টার।

বুধবার রাতে মঁপেলিয়েকে তাদের মাঠের ৩-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। 

রেনের বিপক্ষে ১-০ গোলে হারের পর রেইমসের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে পিএসজি। এই দুই ধাক্কা কাটিয়ে পাওয়া এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান শক্ত হলো ফরাসি দলটির।

ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে এমবাপ্পের ব্যর্থ শটে এগিয়ে যাওয়া হয়নি পিএসজির। মেসির ফ্রি কিকে ডি-বক্সে সের্হিও রামোসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এমবাপ্পের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকান মঁপেলিয়ে গোলরক্ষক।

ম্যাচে ২১ মিনিটে এমবাপ্পে চোট পেয়ে মাঠ ছাড়লে পুরো চাপটা আসে মেসিও উপর। ৩৪তম মিনিটে মেসির শট জালে জড়ালেও অফসাইডে থাকায় গোল মেলেনি।

তাতে বিরতির আগে গোল বঞ্চিত থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লিগ লিডাররা। ৫৫ মিনিটে দলকে লিড এনে দেন ফাবিয়ান লুইজ। উগো একিতিকের বাড়ানো বল অনায়াসে জালে পাঠান তিনি।  

৭২ মিনিটে চাপ সামলে স্কোরশিটে নাম তোলেন লিওনেল মেসি। লুইজের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা।

শেষ দিকে গোলের জন্য মরিয়া চেষ্টায় ব্যবধান কমায় মঁপেলিয়ে। ৮৯ মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। আলভারোর কাছ থেকে বল স্কোরলাইন ২-১ করে ফেলেন নুরদিন। 

শেষদিকে জাইরে এমিরির গোলে ৩-১ ব্রবধানে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি