ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

এমবিবিএসে ভর্তি অটোমেশন হওয়ায় বেসরকারি মেডিকেলগুলোয় অসন্তোস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ২০ জুন ২০২৩

চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তিতে অটোমেশন প্রক্রিয়া চালু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু এই প্রক্রিয়ার ফলে শিক্ষার্থী কমে যাওয়ায় আপত্তি জানিয়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলোর সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন-বিপিএমসিএ।

সংগঠনটি এ ব্যাপারে আপত্তি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দিয়েছে। মঙ্গলবার সংগঠনটির সভাপতি এম এ মুবিন খান ও সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান এমপি স্বাক্ষরিত এই আবেদনে মেডিকেলে ভর্তিতে আগের নিয়ম পুনর্বহাল করার দাবি জানানো হয়।

আবেদন পত্রে বলা হয়, ‘এবারে বেসরকারি মেডিকেলে ভর্তিতে অটোমেশন প্রক্রিয়ায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য আমরা জানতে পেরেছি যে, গত ১৮ জুন ২০২৩ তারিখে ১০০ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়নের শেষ তারিখে মাত্র তিন হাজার ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী কনফার্ম করেছে। এতে সকল বেসরকারি মেডিকেল কলেজে ৩০ থেকে ৪০ ভাগ আসন পূর্ণ হবে না বলে আমাদের ধারণা। অটোমেশন প্রক্রিয়ায় বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ায় কলেজ ছাত্র-ছাত্রী পাচ্ছেনা। এ কারণে বেসরকারি স্বাস্থ্য শিক্ষাখাতের সকলের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। ছাত্র-ছাত্রী ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এ বছর ৪৯ হাজার ছাত্র-ছাত্রী মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে বেসরকারি মেডিকেলের ভর্তির জন্য যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তখন মাত্র ৬ হাজার ৩২০ টি আবেদন পাওয়া যায়। বেসরকারি মেডিকেল কলেজগুলোর আসন সংখ্যা হচ্ছে ৬ হাজার ৫০০ এর মতো। এতে ১:১ অনুপাতে মেধাক্রম অনুযায়ী আসন সংখ্যা পূর্ণ হয় নাই। ভর্তি নীতিমালায় বলা আছে ১:৫ অর্থাৎ একটি আসনের বিপরীতে ৫ জন প্রার্থী নির্বাচন হবে। কিন্তু প্রকৃত চিত্র হচ্ছে একটি আসনের জন্য এখন ১ জন শিক্ষার্থীও নেই।

সংগঠনটি আবেদনে দাবি করেছে, ‘সবকিছু মিলিয়ে বিশৃংখল একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পৃথিবীর কোনো দেশে বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সরকার ভর্তি করে দেওয়ার নির্দেশনা নেই। এমনকি বাংলাদেশেও এ ধরনের কোন দৃষ্টান্ত নেই। তাই সার্বিক অবস্থা বিবেচনায় বেসরকারি মেডিকেল কলেজগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে পূর্বের ভর্তির নিয়ম বহাল রাখার বিকল্প নেই।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি