ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

এমবিবিএসের ভর্তি পরীক্ষা কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ৪ অক্টোবর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে ১৯টি কেন্দ্রের ২৭টি ভেন্যুর ৮১৪টি কক্ষে সকাল ১০টা থেকে বেলা ১১টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এ ভর্তি পরীক্ষা হবে।

পরীক্ষায় সরকারি ৩৬টি কলেজে চার হাজার ৬৮টি ও বেসরকারি ৬৯টি কলেজে ছয় হাজার ২৩২টি আসনসহ মোট ১০ হাজার ৩০০ আসনের বিপরীতে ৬৫ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

রাজধানী ঢাকায় চারটি সরকারি মেডিকেল ও ১টি ডেন্টালসহ মোট পাঁচটি কলেজের ৯টি ভেন্যুতে মোট ৩৪ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী অংশ্রগহণ করবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন,আগামীকাল (শুক্রবার) ভর্তি পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি