এমসিসির আজীবন সদস্য হলেন রাজ্জাক
প্রকাশিত : ১৫:১৬, ৬ জানুয়ারি ২০১৮
আবদুর রাজ্জাক
এক সময় বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন ছিলেন । অসাধারণ ক্যারিয়ারের আরেকটি স্বীকৃতি পেলেন আবদুল রাজ্জাক। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হলেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি তারকাদের আজীবন সদস্য হিসেবে তালিকাভুক্ত করে থাকে এমসিসি। এই নিয়ে গত ১২ মাসে চতুর্থ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এই সম্মানজনক ক্লাবে জায়গা করে নিলেন রাজ্জাক। এর আগে ২০১৭ সালে শহিদ আফ্রিদি, ইউনিস খান ও মিসবাহ-উল-হককেও আজীবন সদস্য হিসেবে স্বীকৃতি দেয় ক্রিকেটের আইনপ্রণেতা সংগঠনটি।
২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতাতে দারুণ ভূমিকা পালন করেন রাজ্জাক। পাকিস্তানের জার্সিতে ২৬৫টি ওয়ানডে এবং ৪৬টি টেস্ট খেলেন এই ডানহাতি ক্রিকেটার।
বর্ণাঢ্য ক্যারিয়ারে অবশ্য কখনোই লর্ডসের অনার্সবোর্ডে নাম লেখাতে পারেননি রাজ্জাক। ২০০১ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
২০১৬ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান রাজ্জাক। পাকিস্তানের হয়ে সব ধরনের ফরম্যাট মিলিয়ে সাত হাজার ৪১৯ রান করার পাশাপাশি ৩৮৯ উইকেট নেন তিনি।
এসএইচ/