এম্পলিকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস
প্রকাশিত : ১০:৪৬, ৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৪৬, ৩ এপ্রিল ২০১৬
ইতালিয়ান ফুটবল লিগ সিরি এ’তে এম্পলিকে ১-০ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশি জুভেন্টাস।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণাতœক খেলতে থাকে জুভেন্টাস। ৪৪ মিনিটে স্ট্রাইকার মারিও গোল করলে ১-০তে লিড নেয় তারা। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলার ধার বাড়ায় এম্পলি। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য ভেদে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে দু'দল। ৩১ ম্যাচে ২৩ জয়ে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। আর সমান ম্যাচে ৩৯ পয়েন্টে এম্পলির অবস্থান ১১ নম্বরে।
আরও পড়ুন