এলডব্লিউজি সনদ পেল ডিইপিজেড’র অস্টান লিমিটেড
প্রকাশিত : ১৭:১৭, ৮ আগস্ট ২০১৯
ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড’র) পুরাতন জোনের চামড়া প্রক্রিয়াকরণ কারখানা অস্টান লিমিটেড বৈশ্বিক সংস্থা লেদার ওয়াকিং গ্রুপের (এলডব্লিউজি) মানদন্ডে নিরীক্ষিত সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ওয়ারা সনদ গ্রহন করেছেন। যুক্তরাজ্যর ইউরোফিনস বিএলসি বিভিন্ন মানদন্ডের বিবেচনায় এ সনদ প্রদান করা হয়ে থাকে। যা বাংলাদেশের ইতিহাসে অস্টান লিমিটেড বাণিজ্যিকভাবে চামড়া প্রক্রিয়াকরণ কারখানা হিসেবে এবং বেপজার অন্তভূক্ত কারখানা হিসেবে এটি লাভ করে।
কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তরা জানান, অস্টান লিমিটেড শুরু থেকেই টেকসই পরিবেশ উন্নয়নে ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন এই প্রক্রিয়া কি ভাবে উন্নত করা যায়। তা নিয়ে কাজ করে আসছে। সেই সাথে পানি, বিদ্যুৎ ও গ্যাসসহ অন্যান্য জ্বলানীর সঠিক ব্যবহার করছে।
এনএম
আরও পড়ুন