ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

এলিট ক্লাবে অনন্য রশিদ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২৪ জানুয়ারি ২০২৩

অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেংথে পিচ করা বলটি স্ট্যাম্পের দিকে টেনে আনলেন ক্লাইড ফরটুইন। তাতেই অভিজাত ক্লাবে নাম লেখালেন রশিদ খান।

মাত্র ২৪ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক বনে গেলেন আফগান এই লেগ স্পিনার।

৫০০ উইকেটের এই এলিট ক্লাবে ঢুকতে মাত্র তিনটি উইকেটই প্রয়োজন ছিল রশিদের। দক্ষিণ আফ্রিকায় চলমান এসএ-টোয়েন্টি টুর্নামেন্টে সোমবার (২৩ জানুয়ারি) প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৬ রান দিয়ে ঠিক তিন উইকেটই তুলে নেন মুম্বাই ইন্ডিয়ান্স কেপ টাউনের অধিনায়ক। 

নিজের প্রথম ওভারেই শিকার করেন কুশল মেন্ডিসকে। এরপর তার স্পিন ফাঁদে পড়েন রাইলি রুশো। শেষ শিকার ফরটুইন।

টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ক্লাবে অবশ্য রশিদ খানই প্রথম নন। ২০২০ সালে এই মাইলফলক ছুঁয়ে দেখান ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৬১৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন তিনিই। 

তার ঠিক পরেই আছেন আফগান তারকা। ৪৭৪ উইকেট নিয়ে তিনে সুনীল নারাইন। চারে থাকা দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরের উইকেট সংখ্যা ৪৬৬। আর ৪৩৬ উইকেট নিয়ে পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

এদিকে, এমন মাইলফলকের দিনে অবশ্য শেষ হাসি হাসতে পারেননি রশিদ খান। কারণ, প্রিটোরিয়া ক্যাপিটালসের করা ১৮২ রানের জবাবে মাত্র ১৩০ করেই থেমে যায় তার দল। ফলে ৫২ রানের হার নিয়ে টেবিলের চারে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স কেপ টাউন। সাত ম্যাচে পাঁচ জয়ে যথারীতি শীর্ষে ক্যাপিটালস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি