এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন
প্রকাশিত : ১৫:১৫, ৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৫, ৬ সেপ্টেম্বর ২০১৬
বারো হাজার কোটি টাকা ব্যায়ে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি-একনেক। সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কো অপারেশন-সাসেকের করিডোরে মিলবে মহাসড়কটি। পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানান, এই প্রকল্পটিসহ মোট ৭ টি অনুমোদিত প্রকল্পে সর্বমোট ব্যায় ধরা হয়েছে ১২ হাজার ৮৯৪ কোটি এক লাখ টাকা। এডিবির ঋণ সহায়তায় প্রকল্পটি শুরু হবে এ মাসেই।
টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুর- এই পাঁচটি জেলার উপর দিয়ে ১৯৪ দশমিক ৪০ কিলোমিটারের এই ‘এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর’ মহাসড়কটি চার লেনে উন্নীত করে মিলবে সাসেকের করিডরে। যুক্ত হবে এশিয়ান হাইওয়ে, বিমসটেক ও সার্ক হাইওয়ে করিডরেও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের ৮ম একনেক সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। ব্যয় ধরা হয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা।
এছাড়াও ‘বাকলিয়া এক্সেস’ সড়ক নির্মান, ঢাকা ও রংপুরের জন্য আধুনিক রাডার উন্নয়ন, বিসিক সংশ্লিষ্ট দুটি আলাদা প্রকল্প এবং তথ্য প্রযুক্তির মানোন্নয়নে ’আইডিয়া’ নামে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একটি একাডেমি- গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
খুলনা জেলার জলাবদ্ধতা নিরসনেও অনুমোদিত হয়েছে ভদ্র ও সালতা নদী পুনঃখননের প্রকল্প।
আরও পড়ুন