ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

এল ক্লাসিকোতে রিয়ালকে উড়িয়ে দিলো বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ২৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:২৫, ২৪ ডিসেম্বর ২০১৭

এল ক্লাসিকোতে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চির প্রতিন্দ্বন্দ্বী বার্সেলোনা। বার্নাব্যুতে এ জয়ের ফলে লা লিগার শিরোপা দৌঁড়ে অনেক এগিয়ে গেছে লিওনেল মেসিরা। রিয়ালের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান এখন ১৪।

রিয়ালের মাঠে ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশুন্য। বিরতির পরই জ্বলে উঠে বার্সা। ম্যাচের ৫৪ মিনিটে বার্সেলোনকে এগিয়ে দেন উরুগুয়েন তারকা লুইস সুয়ারেজ। এর ১০ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। আর ৯০ মিনিটে অ্যালেক্সি ভিদালের গোল করলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালুনিয়ার ক্লাবটি।

১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। আর ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে এক ম্যাচ কম খেলা রিয়াল। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ।

 

সূত্র : গোলডটকম, লাইভস্কোর                                         

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি