ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

এল ক্লাসিকো: রিয়ালের জালে বার্সার ৩ গোল

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১০:০৪, ৩০ জুলাই ২০২৩ | আপডেট: ১০:০৮, ৩০ জুলাই ২০২৩

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের এল ক্লাসিকোতে জিতেছে বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। 

প্রথমার্ধে ওসমান ডেম্বেলের পর দ্বিতীয়য়ার্ধে স্কোরশিটে নাম তোলেন ফারমিন লোপেজ ও ফেরান তোরেস। 

খেলাটা বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের। হোক না প্রাক-মৌসুম প্রস্তুতি কিংবা প্রীতি ম্যাচ। ক্লাব ফুটবলে সবসময়ই সমর্থকদের আবেদনের শীর্ষে এই এল-ক্লাসিকো।

যুক্তরাষ্ট্রের আরলিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন জাভি হার্নান্দেসের শিষ্যরা। এগিয়ে যেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৫ মিনিটে দুর্দান্ত গোলে দলকে লিড এনে দেন ফরাসি তারকা ওসমান ডেম্বেলে।

ম্যাচে ফিরতে প্রবল মরিয়া রিয়াল মাদ্রিদ। মিনিট পাঁচেক পরে পেনাল্টিও পায় তারা। তবে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ ভিনিসিয়ানস জুনিয়র। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পরও পাল্টাপাল্টি আক্রমণে দু’দল। রিয়াল একাধিক সুযোগ মিস করলেও শেষদিকে কাজে লাগায় কাতালানরা। ৮৫ মিনিটে ফারমিন লোপেজের বাঁ পায়ের জোড়ালো শর্টে ২-০ তে এগিয়ে যায় বার্সেলোনা।

যোগকরা সময়ে আবারও গোল হজম করে কার্লো অ্যানচেলত্তির দল। ফরমিন লোপেজের বাড়ানো বলে স্কোরশিটে নাম তোলেন ফেরান তোরেস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি