ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এশিয়া কাপে নেই কোহলি, নেতৃত্বে রোহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ১ সেপ্টেম্বর ২০১৮

আসন্ন এশিয়া কাপে শিখর ধাওয়ান-ধোনিদের নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান রোহিত শর্মা। ইংল্যান্ড সিরিজসহ টানা সিরিজ খেলায় শারীরিকভাবে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন অধিনায়ক কোহলি। আর তাই এশিয়া কাপে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। এদিকে ব্যাটসম্যান মনীশ পাণ্ডে ও কেদার যাদবকে দলে ফেরানো হয়েছে। দলে নতুন মুখ বাম হাতি পেস বোলার খলিল আহমেদ।

এশিয়া কাপের প্রাথমিক দল:‌ রোহিত শর্মা (‌অধিনায়ক)‌, শিখর ধাওয়ান (‌সহ–অধিনায়ক)‌, লোকেশ রাহুল, অম্বাতি রাইডু, মনীশ পাণ্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি