ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এশিয়া কাপে যুক্ত হলেন মুমিনুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৬ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের দলে যুক্ত হলেন মুমিনুল হক। স্কোয়াডের ১৬তম সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত হচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত ৩০ আগস্ট এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। তবে এর মধ্যে অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়া নাজমুল হোসেন শান্তর খেলা অনিশ্চিত। এ অবস্থায় দলের ১৬তম সদস্য হিসেবে মুমিনুলের থাকার কথা জানালেন বিসিবি সভাপতি।

আগামী রোববার আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ক্রিকেট দল। দলে সাকিব আল হাসান থাকলেও তার আঙ্গুলের অস্ত্রোপাচার নিয়ে সংশয় ছিল। কিন্তু দলের প্রয়োজনে এশিয়া কাপে খেলছেন তিনি এমনটাই জানিয়েছেন কোচ স্টিভ রোডস।

এশিয়া কাপের ১৬ সদস্যের স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত,আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি