ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ৫ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৫:২০, ৫ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ের আগেই বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ দল। এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। 

আজ (মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপে আর মাঠে নামতে পারবেন না শান্ত। সবশেষ কয়েক সিরিজ ধরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন টাইগার এই ব্যাটার। সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন চলমান এশিয়া কাপেও। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৮৯ রানের পর দ্বিতীয় ম্যাচেই শতকের দেখা পান শান্ত। 

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়েও বেশ ভালোভাবেই ছিলেন এই মারকুটে ব্যাটার।

শান্তর ইনজুরি প্রসঙ্গে বিসিবির ফিজিও বায়জিদ ইসলাম বলেন, দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময়ই শান্ত হ্যামস্ট্রিংয়ের কথা জানায়। এরপর সে ফিল্ডিংও করতে পারেনি। আমরা তার এমআরআই করিয়েছি। তার পেশিতে ফাটল আছে। শান্ত এশিয়া কাপে আর খেলছে না, সে দেশে ফিরে পুনর্বাসন শুরু করবে এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবে।'

গ্রুপ পর্বে রপ্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে হারলেও আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের জয়ে নেট রান রেটের হিসেবে সুপার ফোরে খেলা নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।

এদিকে, সোমবার রাতে পাকিস্তানে উড়ে গেছেন জ্বর থেকে সেরে ওঠা লিটন দাস। শান্ত ছিটকে পড়ায় দলে যুক্ত হবেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি