
এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে এইডসমুক্ত করতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক কংগ্রেসের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে এ অঞ্চলকে এইডসমুক্ত করার চ্যালেঞ্জ কঠিন। তবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তা সম্ভব বলেও জানান রাষ্ট্রপতি। বাংলাদেশে এইডসের ঝুঁকি তুলনামূলকভাবে কম, তারপরও এইডস প্রতিরোধে সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা বলেন রাষ্ট্রপতি। এছাড়া আইসিএএপি বা আইক্যাপের ভূমিকারও প্রশংসা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।