ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এসআই পদে সুপারিশপ্রাপ্ত ২৭৯ জনের স্বাস্থ্য পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৮:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২৪-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ৩০ জানুয়ারি। ফলাফলে সুপারিশপ্রাপ্ত ২৭৯ জনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হবে, যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। 

আজ সোমবার অ্যাসিসট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) আফরিদা রুবাইয়ের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ পরীক্ষা ২০২৪ এর প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য  http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে পরীক্ষার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে চিকিৎসার ইতিবৃত্ত (Medical History) ফরম পূরণ করতে হবে। এছাড়াও পরীক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত দুই কপি নিয়ে উপস্থিত থাকতে হবে।

আগামী ১৬ ফেব্রুয়ারি ১০০০১১ হতে ১০২০৩৬ রোলের প্রার্থীদের সকাল ৭টায় উপস্থিত হতে হবে। যথাক্রমে ১৭ ফেব্রুয়ারি ১০২১৪২ হতে ১০৫৬৪৯, ১৮ ফেব্রুয়ারি ১০৫৭৬০ হতে ১০৮১৯৯, ১৯ ফেব্রুয়ারি ১০৮২২৬ হতে ১১১২৮১, ২০ ফেব্রুয়ারি ১১১২৯৪ হতে ১১৪২৪৬ এবং একই দিনে ১০১৭৯৮, ১০৪১৯৯, ১০৪৬৭৩, ১০৯৬১৫,১১০৫৩৮, ১১১২৭৭,১১১৭৬০ প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এছাড়াও প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে অবশ্যই খালি পেটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (রাজারবাগ) উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি