এসএমই ব্যাংকিং কর্মীদের জন্য ব্র্যাক ব্যাংকের প্রশিক্ষণ
প্রকাশিত : ২১:৫২, ১৭ জুন ২০১৯ | আপডেট: ২২:৩৪, ১৭ জুন ২০১৯
এসএমই ব্যাংকিং ডিভিশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারদের জন্য ‘এক্সেল ইয়োর ক্যারিয়ার উইথ ব্র্যাক ব্যাংক’ শীর্ষক একটি প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল প্রোডাক্ট ও ঋণ, ব্যবস্থাপনাগত দক্ষতা, ইন্টারনাল ও এক্সটারনাল কমপ্লায়েন্স বিষয়ে কর্মীদের জ্ঞান বৃদ্ধি করা। স্মল বিজনেস, আন্ডাররাইটিং ও ইমার্জিং কর্পোরেট বিভাগের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের হেড অফিসে অনুষ্ঠিত সমাপনী সেশনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এসইএম ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আবদুল মোমেন; স্মল বিজনেস (B÷) বিভাগের প্রধান এস এম আলমগীর হোসেন, স্মল বিজনেস বিভাগের রিজিওনাল প্রধান মুহাম্মদ আব্দুল আজিজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
একটি মূল্যবোধ ভিত্তিক প্রতিষ্ঠান হিসাবে, ব্র্যাক ব্যাংক সবসময় কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করে এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করে।
এসি
আরও পড়ুন