ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এসএমসির পন্যের বেচাকেনা বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ

প্রকাশিত : ১৮:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

smc২০১৫ সালে এসএমসির পন্যের বেচাকেনা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার রাজধানির একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে এমন তথ্য জানান প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। এসময় কঠোর পরিশ্রমের জন্য কোম্পনির বিক্রয় বিভাগের কর্মীদের ধন্যবাদ জানান তারা। ১২টি আঞ্চলে বিভক্ত এসএমসির বিক্রয় বিভাগ। গেল বছর ৫৬ কোটি ২০ লাখ পিস ওরস্যালাইন বিক্রির মাধ্যমে ডায়রির হাত থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেয়ার পাশাপাশি জন্ম বিরতীকরণ সামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়ে ৪২ লাখেরও বেশি দম্পতিকে অপরিকল্পিত গর্ভধারণ রোধে সহায়তা করেছে এ কোম্পানি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি