ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

এসএসসির ফরম পূরণ ফি সর্বোচ্চ ১৫৫০ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:৪১, ৮ অক্টোবর ২০১৭

এসএসসি সমমানের পরীক্ষার জন্য ফি নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এতে সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৫০ টাকা বিষয়ে সব বোর্ড আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের (২০১৮) এসএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৫০ টাকা। আর মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ফি বাবদ দিতে হবে এক হাজার ৩৭০ টাকা। আর সব বিভাগের জন্য বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এসএসসি ও সমমানের পরীক্ষায় অনলাইনে ফরম পূরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৭ থেকে ১২ নভেম্বর পর্যন্ত। তবে শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তা পূরণ করতে পারবেন।

এছাড়া সব প্রতিষ্ঠানকে আগামী ৫ নভেম্বরের মধ্যে এসএসসি ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

/আর/এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি