ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

এসএসসি-র ফরম পূরনে নেয়া হচ্ছে অতিরিক্ত টাকা

প্রকাশিত : ১২:২৩, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:২৩, ১৮ নভেম্বর ২০১৬

কোনভাবেই বন্ধ হচ্ছেনা পরীক্ষার ফি বাবদ অতিরিক্ত টাকা আদায়। রাজধানীর বিভিন্ন স্কুলে এসএসসি-র ফরম পূরনে নির্ধারিত ফি- থেকে অতিরিক্ত নেয়া হচ্ছে গড়ে ৬ হাজার টাকা। এই টাকার কোন রশিদ দেয়া হচ্ছেনা বলে অভিযোগ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা । তবে বরাবরের মত অভিযোগ অস্বীকার করছে স্কুল কর্তৃপক্ষ। অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। দশ বছরের শিক্ষা জীবন শেষে এসএসসি পরীক্ষার ফরম পূরনে ব্যস্ত শিক্ষার্থীরা। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি মত টাকা যোগার করতে না পারায় নির্ধারিত সময়ে মিরপুরের এই নারী তার সন্তানের ফরম পূরণ করতে পারেননি। শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি মানবিক ও বাণিজ্য বিভাগে ১৭২৫ আর বিজ্ঞান বিভাগের ১৮৪৫ টাকা । তবে মিরপুর এমডিসি মডেল ইনস্টিটিউটে নেয়া হচ্ছে কয়েকগুন বেশী। অভিযোগ মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ । মিরপুর বাংলা স্কুলেও একই চিত্র। শিক্ষার্থীদের অভিযোগ অতিরিক্ত টাকার জন্য কোন রশিদ দেয়া হচ্ছেনা । এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কর্তৃপক্ষ । অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান শিক্ষাবোর্ড। এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচর্যের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি