ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

এসিআই ও ওয়ার্ল্ড ফিশ এর মধ্যে চুক্তি স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২৫ নভেম্বর ২০১৮

দেশের ক্ষুদ্র মাছচাষী ও স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানসমূহকে ডিজিটাল পরামর্শসেবা প্রদানের লক্ষ্যে কৃষি উপকরণ খাতে এসিআই এগ্রিবিজনেস এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের এসিআই সেন্টারে বাংলাদেশ সরকারের মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক-এর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়। এসিআই এগ্রিবিজনেস এর ব্যবস্থাপনা পরিচাল ড. ফা হ আনসারী এবং ওয়ার্ল্ডফিশ-এর কান্ট্রি ডিরেক্টর ও ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটির চিফ অব পার্টি ড. ম্যালকম ডিকসন চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লি. এর ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রদীপ কর চৌধুরী, মৎস্য অধিদপতরের অ্যাডিশনাল ডিরেক্টর জিল্লুর রহমান, এসিআই এগ্রিবিজনেস এর এমডি এবং সিইও ড. ফা হ আনসারী, বাংলাদেশ সরকারের মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মো রাশেদুল হক, ওয়ার্ল্ডফিশ-এর কান্ট্রি ডিরেক্টর ও ইউএসএআইডি ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি-এর চিফ অব পার্টি ড. ম্যালকম ডিকসন এবং এসিআই এগ্রিবিজনেস-এর অ্যানিমাল হেলথ বিভাগের বিজনেস ডিরেক্টর শাহীন শাহ। বিজ্ঞপ্তি।          

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি