ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এ সংকট উত্তরণে পেশাজীবীদের এগিয়ে আসতে হবে: ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ গভীর সংকটের মধ্য পড়েছে। এ থেকে উত্তরণে পেশাজীবী সমাজকে এগিয়ে আসতে হবে। 

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।

পেশাজীবী নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা নিজ নিজ কর্মক্ষেত্রে নিজেদের নাম উজ্জল করছেন। দেশকে এগিয়ে নিতে নানাভাবে অবদান রেখেছেন। আজকের এই সংকটকালে আপনারা আামাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটি বিশেষ অবস্থার মাঝে এখানে একত্রিত হয়েছি। কারণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গোটা দেশের মানুষ সরকারের এমন আচরণে ধিক্কার জানিয়েছে।’

পেশাজীবীদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

পেশাজীবীদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক ডা. আবদুল কায়েস ভূঁইয়া, অধ্যাপক ডা. আবদুল মান্নান মিয়া, অধ্যাপক ডা. সিরাজউদ্দিন আহমদ, অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রকৌশলী আ ন হ আকতার হোসেন, প্রকৌশলী আব্দুল হালিম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম, কৃষিবিদ ইব্রাহিম মিয়া, কৃষিবিদ আনোয়ার উন নবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামিমুর রহমান শামীম, কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাংবাদিক শওকত মাহমুদ, সাংবাদিক কাদের গণি চৌধুরী, সাংবাদিক রুহুল আমিন গাজী, সাংবাদিক আবদাল আহমেদ প্রমুখ।

এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন বিএনপির বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বৈঠকে খালেদা জিয়ার সাজা, তারেক রহমানের বিরুদ্ধে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার অভিযোগ ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে তাদের অবহিত করেন।

গত মঙ্গলবার বিকেলেও গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেন দলের জ্যেষ্ঠ নেতারা। সেখানেও দলীয় চেয়ারপারসনের সাজা ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে তাঁদের অবহিত করা হয়। 

এসি/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি