ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ঐক্যফ্রন্টের সমাবেশে ‘জয় বাংলা’য় স্লোগান দিলেন সুলতান মনসুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২৪ অক্টোবর ২০১৮

বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট করলেও সমাবেশে এসেছিলেন চিরাচরিত ‘মুজিব কোট’ পরে। সমাবেশে বক্তব্যও শেষ করলেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে। বলছি সুলতান মো. মনসুরের কথা। একসময়ের তুখোড় ছাত্রনেতা। সাবেক ডাকসু ভিপি। তিনি বলেন, রাজনীতিতে মতবিরোধ থাকতে পারে। কিন্তু মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। এটি মানি না।

আজ বুধবার বিকালে সিলেট রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে এভাবেই হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি এবং আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মো. মনসুর।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুলতান মনসুর বলেন, রাজনীতিতে মতবিরোধ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে। কিন্তু মিথ্যা মামলায় বড় একটি রাজনৈতিক দলের নেতা খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। এটা আমরা মানি না। তাকে মুক্তি দিতে হবে।

পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন সুলতান মো. মনসুর।

সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাসদ সভাপতি আ স ম আবদুর রব,  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামার হায়দার, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, এলডিপির মহাসচিব ডা. রেদোয়ান আহমদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীন, জেএসডির সহসভাপতি তানিয়া রব, জেএসডির নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনসহ অন্য বক্তব্য রাখেন।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি