ঐক্যফ্রন্টে যাওয়া সবচেয়ে বড় ভুল ছিল (ভিডিও)
প্রকাশিত : ১২:১৭, ১৪ জানুয়ারি ২০২৩
ড. কামাল হোসেনের নেতৃত্বে ২০১৮ সালে নির্বাচনী জোট গড়া সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন সেসময়ের শরিক দলের নেতারা। আর সেই ভুলের মাসুল এখন দিতে হচ্ছে বলে প্রকাশ্যেই জানালেন তারা।
২০১৮ সালে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটসহ ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠন করা হয় নির্বাচনী জোট-ঐক্যফ্রন্ট। সেই ফ্রন্টে আরও কিছু দল শরিক হয়েছিল ক্ষমতার মসনদে বসার আশায়। এখন সেই সিদ্ধান্তকে শুধু ভুল নয়, নিজেদের রাজনৈতিক জীবনের সেরা ভুল বলছেন তারা।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, “আমি ড. কামাল হোসেনকে দেখেই ঐক্যফ্রন্টে গিয়েছিলাম। নির্বাচনের আগে আমার মনে হয়েছে, আমাদের প্রচুর দুর্বলতা আছে। নির্বাচনের দিনগুলোতে মনে হয়েছে সত্যি উনি নেতা নন। সবার পড়ে গিয়েছিলাম আর সবার আগে আমি ঐক্যফ্রন্ট ত্যাগ করি।”
শুধু কাদের সিদ্দিকী নন, বিএনপির সঙ্গে প্রায় দেড় যুগ থাকা শরিকরাও জানালেন একই ভুলের খেসারত দিতে হচ্ছে তাদের।
বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “যারা সেদিন বিএনপির সাথে জোট করেছেন তাদের মধ্যে কাদের সিদ্দিকী বলেছেন, তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে ড. কামালের সঙ্গে জোট করা। আমিও সেদিন তুলে ধরেছিলাম, বিএনপির সবচেয়ে বড় হয়েছিল এই ড. কামালের সঙ্গে জোট করা। কেননা নিজের দল থেকে কখনো কাউকে এমপি বানাতে পারেননি, তিনি কিভাবে ৩শ’ এমপি বানানোর কারিগর হিসেবে ভূমিকা রাখবেন।”
সেসময় ঐক্যফ্রন্টের সামনের কাতারে থাকা গণফোরাম নেতা স্বীকার করছেন, রাজনৈতিক জীবনের ভুল সিদ্ধান্তের কথা।
গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, “সিদ্দিকীর সাহেব কথা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। একসঙ্গে ছিলাম, উনিও আমাদের সঙ্গে এসেছিলেন। যদি ভুল করে থাকি সবাই একসঙ্গেই ভুল করেছি। তবে আমি জানি না, সেটা সঠিক ছিল না বেঠিক ছিল। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, সেই সময়ে একটা আন্দোলন দাঁড় করানো যেতো।”
এখন আর কোনো নির্বাচনী জোটে ভিড়তে চায় না ২০১৮ সালে ঐক্যফ্রন্টে থাকা বেশ কিছু দল।
এএইচ
আরও পড়ুন