ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করুন: স্কালোনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৪, ১৯ ডিসেম্বর ২০২২

আর্জেন্টিনার স্বপ্ন জয়ের কারিগর। গত আট বিশ্বকাপে যা কেউ করতে পারেননি, তা তিনি করে দেখিয়েছেন।

আর্জেন্টিনাকে ভাসিয়েছেন অবিরাম আনন্দের স্রোতে। ঘুচিয়েছেন ৩৬ বছরের আক্ষেপ। কোচ লিওনেল স্কালোনির কাছে হয়তো আজীবণ ঋণী থাকবেন আর্জেন্টিনার মানুষেরা।

সেই মানুষদের মুহূর্তটি আজ উপভোগ করতে বলছেন স্কালোনি।  কোচ হিসেবে আজ তার সবচেয়ে বড় গর্বের দিন। বিশ্বকাপ জেতার পথে ফাইনালে ফ্রান্সকে হারিয়েছেন ৩(৪)-৩(২) ব্যবধানে। টাইব্রেকারে গনসালো মন্তিয়েলের শট থেকে জয় নিশ্চিত হওয়ার পর কান্নায় ফেটে পড়েন তিনি।

জয়ের পর স্কালোনি বলেন, ‘আমি গর্বিত। অন্যান্য দিনের চেয়ে কম রোমাঞ্চিত আমি তবে আজ আমি মুক্ত। এই দল আমাকে গর্বিত করেছে, এই অর্জন তাদের। আমি মানুষকে বলতে চাই উপভোগ করুন, কারণ এটা ঐতিহাসিক মুহূর্ত।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি