ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐশ্বরিয়ার বিরুদ্ধে ‘নোংরা’ মন্তব্যে অভিষেকের কষ্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:১০, ৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্বের অন্যতম সুন্দরী তিনি। ৪৪ বছরের জন্মদিনেও তিনি সমান ঝলমলে। কিন্তু, মা হওয়ার পর থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাঁকে আক্রমণ করা হয়েছে। তাঁর ওজন বেড়ে যাচ্ছে, এই অভিযোগেই একাধিকবার আক্রমণ করা হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। আর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চন।

অভিষেক জানান, বিভিন্ন সময়ে ওজন নিয়ে ঐশ্বরিয়ার বিরুদ্ধে যেভাবে ‘নোংরা’ মন্তব্য করা হয়েছে তা ভীষণ কষ্ট দায়ক।

স্ত্রীকে নিয়ে ওই সমস্ত মন্তব্য তিনি মেনে নিতে পারেননি বলে জানিয়েছেন জুনিয়র বচ্চন। কেরিয়ারের মধ্যগগণে যখন ঐশ্বরিয়া, ঠিক তখন আরাধ্যার জন্ম হয়। তখনও নিজেকে এবং মেয়ে আরাধ্যাকে সুন্দরভাবে সামলেছেন ঐশ্বরিয়া। সে একজন ‘সুপারমম’ বলেও মন্তব্য করেন অভিষেক।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়, ফানি খানের শুটিংয়ের জন্য নাকি আরও ওজন কমাতে চাইছেন ঐশ্বরিয়া। আর তার জন্য নাকি ‘স্লিমিং অয়েলসও’ ব্যবহার করছেন রাই সুন্দরী। বিষয়টি নিয়ে ঐশ্বর্য মুখ না খুললেও, এবার প্রকাশ্যে মুখ খুললেন অভিষেক বচ্চন। 

সূত্র : জি নিউজ

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি