ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ওআইসি পর্যটন মন্ত্রীদের সম্মেলন ৫ ফেব্রুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ৪ জানুয়ারি ২০১৮

অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) ভুক্ত দেশসমূহের পর্যটন মন্ত্রীদের দশম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারির এ  সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সালের ২১ থেকে ২৩ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামীতে নবম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে সর্বসম্মতভাবে ১০ম সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সভাপতিত্বে এ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওআইসি’র সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পর্যটনভিত্তিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ইসলামিক কালচারাল হোরিটেজ, রিলিজিয়াস ট্যুরিজমসহ পর্যটনের প্রসারের মাধ্যমে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে এ সম্মেলন বিশেষভাবে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক এবং মন্ত্রণালয় এবং দপ্তরসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি