ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ

ওই দুটি বল ছিল ‘নো’: মাহেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৩৭, ১৮ মার্চ ২০১৮

শ্রীলংকার ক্রিকেটের বরপুত্র মাহেলা জয়াবর্ধনে। একসময়ের বিশ্বসেরা মিডল অর্ডার এখন খেলায় নেই। তবে ক্রিকেট যেহেতু রক্তে তাই দূরে থাকারও জো নেই। মাঝে মধ্যেই খেলা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
নিদাহাস ট্রফির ফাইনালের আগে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় কলাম লিখেছেন তিনি। সেখানে উঠে আসে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের শেষ ওভারের প্রসঙ্গ। তিনি বলেছেন, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের শেষ ওভারে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটা এড়ানো যেত। আম্পায়ারের ভুলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ওই দুটি বল ছিল ‘নো’। এটা আম্পায়ারদের ভুল।
কিন্তু তারা পরিস্থিতির অবনতি ঘটান সবার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে। কথা বলেই তারা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারতেন। কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছেন। তবে বাংলাদেশের খেলোয়াড়েরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, বিশেষ করে তারা যেভাবে ম্যাচ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে, সেটা তরুণদের জন্য মোটেও শিক্ষণীয় কিছু নয়। এটা ঠিক যে ম্যাচের ওই পরিস্থিতিতে খেলোয়াড়েরা খুবই আবেগপ্রবণ ছিলেন। কিন্তু খেলার প্রতি তো তাদের একটা দায়িত্ববোধ আছে!
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি