ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ওপেনিংয়ে সাব্বির-ঝড়, যা বললেন সুজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২২

সামনে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। এরপরই মূল চ্যালেঞ্জ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে টেকনিক্যাল এডভাইজার শ্রীধরন শ্রীরামের অধীনে সোমবার থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

গত বিশ্বকাপ থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং। বিশেষ করে ওপেনিং ও টপঅর্ডারদের নিয়মিত ব্যর্থতায় ভুগতে হচ্ছে টাইগারদের। প্রায় প্রতি ম্যাচেই পাওয়ার প্লে’তে দুই-তিনটি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ।

সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সদ্য সমাপ্ত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নিয়মিত ওপেনারদের বাদ দিয়ে দুই মেকশিফট ওপেনার সাব্বির রহমান ও মেহেদি মিরাজকে ইনিংস সূচনা করতে পাঠায় টিম ম্যানেজম্যান্ট। যা মোটামুটি কাজেও লেগে যায়।

লঙ্কানদের বিপক্ষে ম্যাচের পাওয়ার প্লে’তে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছিল বাংলাদেশ। এই মিরাজ-সাব্বির জুটিকেই পাকাপোক্তভাবে ওপেনিংয়ের দায়িত্ব দেয়া হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজম্যান্ট। তবে ব্যাটিং অর্ডারের প্রথম চারজনকে নির্দিষ্ট করেই বিশ্বকাপে যাবে বাংলাদেশ দল।

এদিকে, এক সপ্তাহ ছুটির পর সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে টাইগারদের তিন দিনের বিশেষ অনুশীলন পর্ব। যেখানে ম্যাচের আবহ তুলে ধরে বিভিন্ন খেলোয়াড়কে কাছ থেকে পরখ করে দেখবেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। এদিন বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের ম্যাচ অনুশীলনে সেই মিরাজ-সাব্বিরকেই নামানো হয়েছিল ওপেনিংয়ে।

এশিয়া কাপে সফল হলেও মিরাজ ব্যর্থ হন এদিন। তবে সেদিন ব্যর্থ হওয়া সাব্বির এদিন ব্যাটিং করেন সাবলীল। দুই দলে ভাগ হয়ে খেলা এই প্রস্তুতি ম্যাচটি ৪ ওভার খেলা হয়ে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। তার আগে প্রথমে ব্যাট করা দল ৪ ওভারে ২ উইকেটে ৩৫ রান তুলতে পারে। 

মিরাজ দুই দফা চেষ্টা করে মাত্র ৬ রান করলেও ঝড় তোলেন সাব্বির রহমান। ২ ছক্কায় ২৯ রানে অপরাজিত ছিলেন এই হার্ডহিটার। যদিও এখনই ওপেনিংয়ে চূড়ান্ত করা হচ্ছে না এ দুজনেকে। 

এ বিষয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বিশ্বকাপের আগেই প্রথম চার ব্যাটার চূড়ান্ত করবেন তারা। ব্যাটিংয়ের পরের পজিশনের জন্য অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থাকা সুজন এদিন বলেন, ‘এটা জরুরি নয় যে মিরাজ-সাব্বিরকেই (ওপেনিংয়ে নামাতে হবে)। তবে হ্যাঁ, এশিয়া কাপে ওরা আমাদের শেষ ওপেনিং জুটি ছিল। সাব্বির ৫ রান করে আউট হলেও চেষ্টাটা দেখা গেছে। ছোট একটা জুটি হয়েছে। পাশাপাশি অন্য ওপেনারদেরও দেখব আমরা।’

এদিকে গুঞ্জন উঠেছে, তারকা ব্যাটার লিটন দাসকে ওপেনিংয়ের বদলে চার নম্বরে খেলাতে পারে বাংলাদেশ দল। সেটা হলে সাব্বির-মিরাজের ইনিংস সূচনার সম্ভাবনাও বেড়ে যায়। তবে কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হননি টিম ডিরেক্টর। সামনের দুই দিনের অনুশীলন দেখেই সিদ্ধান্ত হবে বলে জানালেন তিনি।

সুজন বলেন, ‘আমি এটুকু বলতে পারি, অন্তত ১-২-৩-৪ নির্দিষ্ট হয়ে যাবে। তারপর হয়তো আমরা অবস্থা বুঝে ব্যাটিং অর্ডারে বদল আনতেও পারি। তবে যাকেই আমরা দিব, একটা নির্দিষ্ট রোল দেওয়া হবে। কোচও ওটাই বিশ্বাস করে। যদি আমরা লিটনকে চারে খেলাই, ওকে চারের দায়িত্বটাই বুঝিয়ে দেওয়া হবে।’

তবে টপঅর্ডারে এতো বেশি পরিবর্তন আনা হবে না উল্লেখ করে টিম ডিরেক্টর আরও বলেন, ‘আমরা টপঅর্ডারে এতো বেশি পরিবর্তন করবো না। আমরা সবাইকে সেট করতে চাই একটা জায়গায়। মিডলঅর্ডারে ক্ষেত্র বিশেষে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন যদি আমাদের করতে হয়, তাহলে সেটা ভেবে দেখবো। আমরা চাই যে, টপঅর্ডারে যারা ব্যাট করবে তারা যেন খোলা মনেই ব্যাট করে।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি