ওবামা এবং ভাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক সমাধান ছাড়াই শেষ হয়েছে
প্রকাশিত : ১৪:৫৬, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৬, ৫ সেপ্টেম্বর ২০১৬
সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে বারাক ওবামা এবং ভাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক কোন সমাধান ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন, এক মার্কিন কর্মকর্তা।
জি-টুয়েনটি সম্মেলনে অংশ নিতে চীন সফরে রয়েছেন দুই নেতা। এছাড়াও বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যুদ্ধবিরতি ইস্যুতে গেল আগষ্টের শেষ দিকে আলোচনায় আরেকবার ব্যর্থ হয়েছিলেন দুই মন্ত্রী। এদিকে ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যপারে যুক্তরাজ্যকে সতর্ক করে দিয়েছে চীন ও জাপান। ইইউ বাধ্য করলে যুক্তরাজ্য থেকে সব জাপানি প্রতিষ্ঠানের হেড অফিস সরিয়ে নেয়ার হুমকি দিয়েছে দেশটি। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে নজরদারির বিষয়ে চীনকে আবারো সতর্ক করেছে জাপান।
আরও পড়ুন