ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

ওবায়দুল কাদেরের পিএস আটক: দিলেন চাঞ্চল্য তথ্য!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ১১ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিনকে কেরাণীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের নিজ বাড়ি থেকে  আটক করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) রাতে ঢাকার কেরাণীগঞ্জ থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত আব্দুল মতিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন আব্দুল মতিন। ১০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে মতিনের বাড়িতে তল্লাশি চালানো হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, ঢাকার কেরানীগঞ্জের ইস্পাহানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ হত্যা মামলায় মতিনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। আরো অন্য কোনো পলাতক আসামি সেখানে রয়েছে কি না, সেটি জানার জন্য আমরা তাকে আটক করে বাড়ি তল্লাশি করেছি।

 এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি