ওবায়দুল কাদেরের ভাগিনা গাজীপুরে গ্রেপ্তার
প্রকাশিত : ১৫:৫০, ২২ এপ্রিল ২০২৫

পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা আলী হায়দার রতনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে বিশেষ অভিযানে শ্রীপুর মডেল থানা পুলিশ এবং ঢাকা রমনা থানা পুলিশের যৌথ অভিযানে আত্নীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে শ্রীপুর থানায় ২টি হত্যা মামলা রয়েছে।
ওই মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে আলী হায়দার রতনকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
আলী হায়দার রতন নানাভাবে প্রভাব দেখিয়ে শ্রীপুরে নামে বেনামে প্রচুর সম্পদ গড়ে তুলেছেন এমন অভিযোগ রয়েছে।
এএইচ
আরও পড়ুন