ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ওমরাহ যাত্রীদের টিকেটের মূল্য কমালো বিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ১১ সেপ্টেম্বর ২০২৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য হ্রাস করেছে। 

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

আগে ওমরাহ পালনের জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো। ওমরাহ যাত্রীদের টিকেট পাওয়া সহজ করতে চলমান ২টি বুকিং ক্লাসের পরিবর্তে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে, যা সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে।

এতে ওমরাহ যাত্রীরা সাধারণ যাত্রীদের মতো যে কোন আরবিডিতে ওমরাহ টিকেট কিনতে পারবেন। আর যে সকল ওমরাহ যাত্রী আগে টিকেট ক্রয় কিনবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। 

এছাড়াও যে সকল যাত্রী ওমরাহর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় যাবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেয়া হচ্ছে। 

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “ভাড়া কি পরিমাণ কমবে, সেটা সুনির্দিষ্ট করে তো বলা সম্ভব না। কারণ, ভাড়া তো বুকিংয়ের সময়ের ওপর নির্ভর করে। যাত্রীরা টিকেট বুক করতে গেলেই মূল্যহ্রাসের বিষয়টি বুঝতে পাবেন।”

হজের খরচ কমিয়ে ‘যৌক্তিক’ পর্যায়ে আনতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে এর আগে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর ধারাবাহিকতায় কমানো হলো ওমরাহর খরচ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি